Noticeboard
লটারির ফলাফল - অপেক্ষমান তালিকা
19 Dec, 2021
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এ ২০২২ শিক্ষাবর্ষে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। পুর্নাঙ্গ ফলাফল কিশলয়ের ফেসবুক পেইজে (https://www.facebook.com/1500627783545230/posts/3053009878307005/ ) পাওয়া যাবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে বিধায় অনতিবিলম্বে তাদেরকে অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। বিশেষ প্রয়োজনে ০১৫১১০০১৯৬০ অথবা ০১৩০৯১০৮২৬০ নম্বরে যোগাযোগ করা যাবে। অধ্যক্ষ, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ।