Terms and conditions

Terms of our school

কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ

ইআইআইএন (EIIN): 108260

তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ৯১১৪৪৬১, ০১৫১১০০১৯৬০।

ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.kisholoy.edu.bd

 

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনুসরণীয় নিয়মাবলী

 

১। ভর্তির আবেদন: সরকারি নির্দেশনা অনুসারে অনলাইনে বা এসএমএস -এ আবেদনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

২। ভর্তি ও অন্যান্য ফি:

ভর্তি ফরমের মূল্য        - ১০০/- (একশত টাকা মাত্র)

ভর্তি ফি (সেশন চার্জসহ) - ৫৫৫০/- (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র)

মাসিক বেতন             - ৭০০/- (সাতশত টাকা মাত্র)

মাসিক আইটি ফি                 - ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র)

পরীক্ষার ফি              - ৭০০/- (সাতশত টাকা মাত্র)

[সেমিস্টার/ বর্ষ সমাপনী/ প্রাক-নির্বাচনী/ নির্বাচনী পরীক্ষার ক্ষেত্র প্রযোজ্য]

ব্যবহারিক ল্যাব ফি       - আলাদাভাবে কোন ল্যাব ফি দিতে হয় না।

 

৩। পোশাকের বিবরণ:

সালোয়ার ও কামিজ

:

সাদা রঙের হবে।

ওড়না ও বেল্ট

:

নেভি ব্লু রঙের হবে।

হিজাব (পরতে চাইলে)

:

নেভি ব্লু রঙের হবে।

জুতা ও মোজা

:

কালো রঙের বাটা ব্র্যান্ডের পাম্প-সু এবং মোজা যেকোন ব্র্যান্ডের কালো রঙের হতে হবে।

নেইম প্লেট

:

প্লাস্টিকের তৈরি হবে। (সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নেভি-ব্লু কালারে নামের অংশ লেখা নেইম প্লেট নির্ধারিত ফি-র বিনিময়ে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে।)

কাপড়ের ব্যাজ

:

নির্ধারিত ফি-র বিনিময়ে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত গোলাকৃতির এম্ব্রয়ডারি ব্যাজ কামিজের বাম হাতার বাজুতে সেলাই করে লাগাতে হবে।

 

৪। প্রত্যেক শিক্ষণ দিবসে শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক। এতদভিন্ন বিভিন্ন জাতীয় দিবসসমূহে সরকারি  ও প্রাতিষ্ঠানিক নির্দেশনা অনুসারে প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। প্রতিষ্ঠানে বিলম্বে পৌঁছালে বা বিনা কারণে অনুপস্থিত থাকলে দৈনিক ৫০ টাকা হারে জরিমানা দিতে হবে। সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ৭০% উপস্থিতি থাকতে হবে।

 

৫। কোন কারণে নির্ধারিত সিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বিষয় শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিষয় প্রতি ৫০ টাকা হারে ব্যাংকে জমা দিয়ে সিটি পরীক্ষায় অংশ্রগ্রহণ করা যাবে। প্রত্যেক শিক্ষার্থীকে সিটি পরীক্ষার খাতা অভিভাবকের স্বাক্ষর সহকারে বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।

 

৬। সেমিস্টার পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হবে এবং যাদের ফলাফল নিম্নমানের হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে বিশেষ ক্লাস করতে হবে। একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষায় অকৃতকার্য হলে কিছুতেই দ্বাদশ শ্রেণিতে উত্ত্বীর্ণ করা হবে না। দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্ত্বীর্ণ না হলে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

 

৭। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা সম্পুর্ণভাবে নিষিদ্ধ। কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে ১০০০/- (এক হাজার টাকা) জরিমানা করা হবে।

 

৮। প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার পর ছুটি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বাইরে যেতে পারবে না। বিশেষ প্রয়োজন থাকলে গাইড টিচারের নিকট লিখিত দরখাস্ত দিয়ে তাঁর অনুমতি সংক্রান্ত স্লিপ গেইটম্যানকে প্রদর্শন করে যেতে পারবে।

 

৯। শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রঙ্গন পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। পাঠদানকালে প্রত্যেক শিক্ষার্থীকে মনযোগী হতে হবে এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

 

১০। একাদশ ও দ্বাদশ শ্রেণির সম্ভাব্য পরীক্ষার সময়:

 

শ্রেণি

পরীক্ষার নাম

সম্ভাব্য সময়

(সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে)

একাদশ শ্রেণি

১ম সেমিস্টার

অক্টোবর মাস

একাদশ শ্রেণি

২য় সেমিস্টার

জানুয়ারি মাস

একাদশ শ্রেণি

১ম বর্ষ সমাপনী

এপ্রিল মাস

একাদশ শ্রেণি

প্রাক-নির্বাচনী

আগস্ট মাস

একাদশ শ্রেণি

নির্বাচনী

নভেম্বর মাস

 

১১। উচ্চ মাধ্যমিক স্তরে প্রত্যেক বিষয়ে দু’টি পত্র থাকে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রত্যেক বিষয়ের দুটি পত্র একই সাথে পড়ানো হয়। যে সকল বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হয় তার তালিকা নিম্নরূপ:

 

আবশ্যিক (সকল বিভাগ)

বিজ্ঞান বিভাগ

মানবিক বিভাগ

ব্যবসায় শিক্ষা বিভাগ

বাংলা

পদার্থবিদ্যা

অর্থনীতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

ইংরেজি

রসায়ন

ভূগোল

হিসাব বিজ্ঞান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জীববিজ্ঞান

সমাজকর্ম

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

উচ্চতর গণিত

ইতিহাস

ফিন্যান্স ও ব্যাংকিং

মনোবিজ্ঞান

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

গার্হস্থ্য বিজ্ঞান

গার্হস্থ্য বিজ্ঞান