আমি আনন্দের সাথে আপনাকে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করছি। আমাদের প্রগতি সুশৃঙ্খল ও পরিমিত। আমরা আপনার সাথে ভবিষ্যত উন্নতি ভাগাভাগি করে নেওয়ার অপেক্ষায় রয়েছি। একাডেমিক ব্যক্তি হিসেবে আমি শিক্ষা ব্যবস্থার মানকে অধিকতর গুরুত্ব প্রদান করি এবং প্রতিষ্ঠানের মানের সাথে সমঝোতা নয় বরং শিক্ষার মান উন্নয়ন ও শক্তিশালী করতে উৎসর্গিত।
শিক্ষা হলো একটি প্রচেষ্টা যার মাধ্যমে শিক্ষার্থীতে তাদের অতীত অভিজ্ঞতা, ঐতিহ্য, মূল্যবোধ ও দক্ষতা সম্পর্কে অবগত করা যায়। কোন নির্দিষ্ট সম্প্রদায়ে একজন শিশু সেই সম্প্রদায়ের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী লালিত পালিত হয়। সেই অর্থে রাষ্ট্র, সমাজ, পরিবার, বিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক সচেতনভাবে বা সুচিন্তিতভাবে সম্পাদিত প্রচেষ্টাই হলো শিক্ষা। একজন ব্যক্তি তার পুরো জীবেন প্রতিটি মূহুর্তে যাই নতুন অভিজ্ঞতা লাভ করুক না কেন, সেটিই শিক্ষা।
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান হওয়া আমার জন্য একটি অনন্য গৌরব ও অসাধারণ সম্মানের বিষয়। আমি আশা করি কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ দেশের পরিগণিত শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হবে। এই লক্ষ্যে আমি শিক্ষকদেরকে ক্লাশে পরিশ্রম ও বিশ্বস্ততার সাথে শিক্ষা প্রদানের জন্য জোরালো সুপারিশ জানাচ্ছি; যাতে করে ছাত্ররা ধর্ম, সততা, হিতসাধন, মানবতা, বিশ্বস্ততা, ন্যায় ও দেশের জন্য ভালবাসা এবং অন্যান্য গুলো সর্বোচ্চ মাত্রায় অর্জন করতে পারে। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির জন্য পরামর্শ প্রদানের জন্য আমি অভিভাবকদেরকেও সদয় নিবেদন করছি; আমরা পরিচালনা পর্ষদ পথ ও পদ্ধতি খুজে বের করব।
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর পূণ্যময় উন্নতির জন্য এই ত্রিপক্ষীয় প্রচেষ্টার প্রয়োজন। এই সম্মান গ্রহণের জন্য আমি কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করছি। এই সম্মান তখনই অর্থবহ হবে যখন আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠান প্রাঙ্গন ও বাইরে বিভিন্ন ক্ষেত্রের কর্মকাণ্ডে তাদের উজ্জল মুখ দেখতে পাব।
আমি কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর সমৃদ্ধশীল ভবিষ্যত কামনা করছি। মহান সর্বশক্তিমান আমাদের উপর সদয় হোন।